নওগাঁর আম বাজারে আসছে ২৫ মে
গ্রীষ্মকাল মানেই হচ্ছে নানা জাতের ও নানা স্বাদের ফলের সমাহারের কাল। সেই সব ফলের সমাহারের মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে সুমিষ্ট ও সুস্বাদু আম। বর্তমানে দেশে আম উৎপাদনে দ্বিতীয় রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে সীমান্তবর্তী বরেন্দ্র জেলা নওগাঁ। বর্তমানে প্রতি বছরই জেলার ১১ টি উপজেলায় নতুন করে বিস্তৃতি লাভ করছে নানা জাতের ও স্বাদের আমের বাগান। পুরো দেশসহ বিদেশেও সুনাম কুড়িয়েছে নওগাঁর মাটিতে জন্ম নেওয়া সুস্বাদু নানা জাতের আম। আগামী ২৫ মে থেকে আনুষ্ঠানিক ভাবে নওগাঁসহ দেশের বাজারে আসছে চলতি মৌসুমের নওগাঁর আম।জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর বিভিন্ন বাগানে উৎপাদিত ৮ জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করেছে। আগামী ২৫ মে গুটি/স্থানীয় জাতের আম প্রথম সংগ্রহ করার মধ্যদিয়ে শুরু হচ্ছে নওগাঁর আম সংগ্রহ অভিযান। এরপর ৩০ মে গোপালভোগ আম, ৫ জুন খিরসাপাত/হিমসাগর আম, ৮ জুন নাগ ফজলী আম, ১২জুন ল্যাংড়া/হাঁড়িভাঙ্গা আম, ২২জুন ফজলী আম আর আমের ভোক্তাসহ বাজারে সাড়া ফেলা আম্রপালি জাতের আম ২৫জুন এবং সর্বশেষ ১০জুলাই আশ্বিনা/বারী-৪/ গৌড়মতি আম বাজারে আসছে।
0 Reviews:
Post Your Review