ফলের রাজা আম। অতুলনীয় স্বাদ আর পুষ্টিগুণে আম সবার কাছে প্রিয় ফল। ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, ক্ষীরশাপাতি, বারি-৪, গুটি জাতের আমের জন্য বাংলাদেশের বিখ্যাত জেলা হচ্ছে নওগাঁ। সম্প্রতি আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁয় খ্যাতি পেয়েছে এ জেলার বদলগাছী উপজেলার নাক ফজলি আমও। কিন্তু নাক ফজলি আম নওগাঁর বদলগাছীতে কীভাবে এলো, প্রথম চারা কে নিয়ে আসেন, এটা আজও সবার অজানা।
নাক ফজলি আম নিয়ে জেলায় আছে নানান কাহিনি। কথিত আছে, নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুরের জমিদার বিনোদ কুমার লাহিড়ীর হাত ধরে নাক ফজলি নামে পরিচিতি পায় আমটি।
0 Reviews:
Post Your Review