এবার বাংলা মাতাবে নওগাঁর ৯ জাতের রঙিন আম
নওগাঁ: আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁয় চাষ হচ্ছে নয় জাতের বিদেশি আম। বিভিন্ন রংয়ের এসব আম নজর কাড়বে যে কারো।
গাছ জুরে ঝুলছে লাল আর খয়েরি রঙের আম। মিয়াজাকি, রেড এমপেরর, রেড আইভরি, কেইট, কোহিতুর, আনোয়ার রাতাউল, আমেরিকান, রেড পালমার, অস্টিন, গ্লেইন সহ বাহারী নামের এসব আম সবই বিদেশি জাতের। দেখলে মনে হবে এগুলো পাকা আম।
0 Reviews:
Post Your Review