অর্গানিক আম কি এটা অনেকেই জানেন না। আমার জানামতে দেশের কয়েকজন অর্গানিক আম উৎপাদন করার চেষ্টা করেছিলেন। কিন্তু উৎপাদন খরচের চেয়ে বাজার মুল্য বেশ কম হওয়ায় টিকে থাকতে পারেন নি। জাপান একবার নওগার এক ফার্মারের সাথে চু্ক্তি করেছিলেন। শেষ পর্যন্ত আম নেন নি। শিবগন্জের আহসান হাবিব ভাই এবছর অর্গানিক আম উৎপাদনের চেষ্টা করছেন। জানিনা এটা ১০০% অর্গানিক নাকি অন্যকিছু। তবে দেশের বাজারে আমের দামের সাথে তুলনা করে ১০০% অর্গানিক আম উৎপাদন করে টিকে থাকা সম্ভব না।




0 Reviews:
Post Your Review