আমের মুকুলে অ্যানথ্রাকনোজ ও হপার নিম্ফ রোগের প্রতিকার - আম এর রাজধানী নওগাঁ 01713729088

আপনার সুস্থ থাকাটাই, পরিবারকে দেওয়া, আপনার শ্রেষ্ঠ উপহার! ঈদ মোবারক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা!! রমজানের মত ইবাদতের ধারাবাহিতা বজায় থাকুক সারাটি বছর। আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন। আমিন 🥭আম নিয়ে ভালবাসার কোনো কমতি নেই আমাদের। কত শত আবেগ ও স্মৃতি আছে সবারই। আর কথা যখন নওগাঁ জেলার ছোট গাছের মিষ্টি আম, তখন তো কথায় নেই। 📌আর নওগাঁ জেলার ছোট গাছের আম খেতে 🥭আম এর রাজধানী নওগাঁই চোখ তো রাখতেই হবে 📌আম এর রাজধানী নওগাঁ দেশের সবাইকে কেমিক্যেল ও ফরমালিন মুক্ত আম

SUBTOTAL :
 আমের মুকুলে অ্যানথ্রাকনোজ ও হপার নিম্ফ রোগের প্রতিকার

আমের মুকুলে অ্যানথ্রাকনোজ ও হপার নিম্ফ রোগের প্রতিকার

Short Description:

Product Description

 আমের মুকুলে অ্যানথ্রাকনোজ ও হপার নিম্ফ রোগের প্রতিকার




৮। হপার পোকা সাধারণত বাগানে আক্রমণ করলে গাছের পাশ দিয়ে হেঁটে গেলে এক ধরণের (চিট চিট) শব্দ হয়। এ পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক ব্যবহার করলে সুফল পাওয়া যাবে।


৯।গাছে মুকুল আসার আগে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকলে তেমন কোনো পরিচর্যা করতে হয়না। যদি আকাশ কুয়াশাচ্ছন্ন এবং আবহাওয়া খারাপ থাকে তাহলে সালফার জাতীয় ছত্রাকনাশক মুকুল আসার আগে প্রয়োগ করতে হবে। এবং একইভাবে মুকুলে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

১০. আমের মাছি দমনে ফ্রুট বাগিং প্রযুক্তি সবচেয়ে কার্যকরী। এক্ষেত্রে ফেরোমন ফাদ ব্যবহার করা যেতে পারে।



আমের গাছের বয়স অনুযায়ী পরিমাণমতো সার ব্যবহার করতে হবে। গাছের বয়স অনুযায়ী অষুধের মাত্রা পরিবর্তন হতে পারে। আম গাছের সার্বিক বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গবেষণা চলমান। আম গাছে সারের মাত্রা নির্ধারণ, ঔষধ প্রয়োগ, কীটনাশকের মাত্রা ইত্যাদি বিষয়ে নিকটস্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, নিকটস্থ জেলা-উপজেলা অফিসে গেলেই এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়ে থাকে।

0 Reviews:

Post Your Review